Difference Between http and https
http ও https এর মধ্যে পার্থক্য কি (Difference between http and https in bengali)
এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি বা Http ও https এর মধ্যে সম্পর্ক কি সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
1.Http ডাটা ট্রান্সফার এ নিরাপত্তা প্রচুর অভাব রয়েছে। কিন্তু https ক্লায়েন্ট ও সার্ভার এর সমস্ত রকম ডাটা বা তথ্য secure থাকে ।
2.http সাধারণত অ্যাপ্লিকেশন layer এ কাজ করে আর https প্রধানত ট্রান্সপোর্ট লেয়ার এ কজ করে ।
3. http তে port 80 ডিফল্ট ভাবে কাজ । http সংযোগের জন্য কোন পর যদি নির্ধারিত না হয়ে থাকে তাহলে ডিফল্ট ভাবে পোর্ট 80 ব্যবহার হয়। এই পোর্টের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার মধ্যে ডাটা বিনিময় হয়। অপরদিকে https তে port 443 ডিফল্ট ভাবে কাজ করে। https ওয়েব সাইটের নিরাপত্তা রক্ষার জন্য শক্তিশালী encryption সাথে আবদ্ধ থাকে যা port 443 এর মধ্যে দিয়ে যায় ।
4. http সাধারনত normal text এ ডেটা ট্রান্সমিট করে। অপরদিকে https ডাটা এনক্রিপ্ট করে ট্রান্সমিট করে
5. http কোনো রকম কোনো ডোমেইন বৈধতার প্রয়োজন পড়ে না কিন্তু https ডোমেইন বৈধতার প্রয়োজন পড়ে । সঠিকভাবে ডকুমেন্ট চেক করে।
6. http অনেক fast https এর এর তুলনায় । আর https encrypt ফর্মে তথ্য প্রদানের জন্য তুলনামূলকভাবে একটু slow
• http সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) কোনরকম সাহায্য করে না । অপরদিকে এইচটিটিপিএস search engine optimisation সাহায্য করে।
Comments
Post a Comment