More about Digital Marketing

 

More about Digital Marketing :


➡️➡️প্রতিটি উদ্যোক্তাদেরই ডিজিটাল মার্কেটিং জানা প্রয়োজন। ২০২১ সালের ট্রেন্ড অনুযায়ী সকল তরুন উদ্যোক্তরাই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ব্যবসার প্রচারনার কাজ করছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও এখন সম্পূর্ণ অনলাইন নির্ভর হয়ে গেছে। অতএব নতুন ব্যবসা প্রসারের জন্য অনলাইন এর বিকল্প নেই।


ডিজিটাল মার্কেটিং এর অবদানে তরুন উদ্যোক্তারা সফলভাবে নিজেদের ব্যবসা শুরু করছে৷  শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন বিজনেস বিল্ডাপ করার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে ভালো রান্নার চ্যানেল অথবা ফেসবুক পেজ খুলে ব্যবসা করতে সক্ষম হবেন।


⛔⛔ডিজিটাল মার্কেটিং - ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, SEO, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল এনালাইটিক্স ইত্যাদি।


ডিজিটাল মার্কেটিং এর ভালো জ্ঞান থাকলে আপনি আপনার ব্যবসাকে অল্প সময়ে বহুদূর এগিয়ে নিতে পারবেন। আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এক্সপার্ট হন তাহলে ব্যবসার প্রসারের জন্য অন্যের শরণাপন্ন হতে হবে না। 


বর্তমান সময়ে এসে আর পূর্বের ন্যায় এনালগ সিস্টেমে বিজনেস পলিসি এখন কাজে দেয় না। এখন সব ডিজিটালাইজড।  অতএব নিজেকে আপডেট করুন। ট্রেন্ড ফলো করুন৷ স্মার্টভাবে স্মার্টবিজনেস করুন। 

#আশফাকা তাবাসসুম(বোন) এর টাইমলাইন থেকে

Comments

Popular posts from this blog

Computer Architecture vs Computer Organization